Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

চাটখিল বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত একটি উপজেলা। আয়তনের দিক থেকে নোয়াখালী জেলার ক্ষুদ্রতম উপজেলা/থানা হিসেবে ১৯৭৭ সালের ২রা ফেব্রুয়ারী চাটখিল থানা প্রতিষ্ঠিত হয়। চাটখিল বর্তমানে নোয়াখালী’র ১০টি পৌরসভার একটি, ১৯৯৫ সালের ১ জানুয়ারি চাটখিল পৌরসভা হিসেবে এর কার্যক্রম শুরু করে।

আয়তন: ১৭০.৪২ বর্গ কিমি।

অবস্থান: ২৩°০২´থেকে ২৩°০৬´উত্তর অক্ষাংশ এবং ৯১°০০´থেকে ৯১°১৩´পূর্ব দ্রাঘিমাংশ। 

প্রশাসনিক এলাকা:

উত্তরে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলা, দক্ষিণে বেগমগঞ্জ উপজেলা, পূর্বে সোনাইমুড়ী উপজেলা এবং পশ্চিমে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা। এই উপজেলা ০৯ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে গঠিত । ইউনিয়নগুলো হল সাহাপুর, রামনারায়নপুর, পরকোট, বদলকোট, মোহাম্মদপুর, পাঁচগাও, হাটপুকুরিয়া, নোয়াখলা, খিলপাড়া। একমাত্র পৌরসভা টি হল চাটখিল পৌরসভা।

জনসংখ্যার উপাত্ত:

মোট জনসংখ্যা: ২৯০৮৪৬ জন

পুরুষ- ১৪১০২৯ জন

মহিলা- ১৪৯৮১৭ জন

সম্প্রদায়সমূহ :

মুসলিম- ২৮১৩৬৫ জন,

হিন্দু- ৯৩০৯ জন,

বৌদ্ধ- ১৩ জন,

খ্রিস্টান- ১১৪ জন, 

অন্যান্য- ৪৫ জন,

নদ-নদী:

চাটখিল উপজেলায় উল্লেখযোগ্য কোন নদী নেই তবে বেশ কিছু খাল আছে।

 

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় :

উপজেলার জলাশয় সমূহের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে মৎস্য উৎপাদনে সহায়তা করা, মৎস্য বিষয়ক প্রশিক্ষণ প্রদান, মৎস্য চাষীদের ঋণ প্রদান, নতুন প্রযুক্তি মৎস্য চাষী/ উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়া এবং উপজেলা পর্যায়ে বাস্তবায়িত মৎস্য বিষয়ক সকল কর্মকান্ড তদারকি, পর্যালোচনা ও পরামর্শ প্রদান করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা এই কার্যালয়ের প্রধান।

জনবল:

মোঃ আনোয়ারুল ইসলাম পাইলট

উপজেলা মৎস্য কর্মকর্তা


 কে এম আহছান উল কবীর

ক্ষেত্র সহকারী

 

চলমান প্রকল্পসমূহ:


১। ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম-ফেজ II প্রজেক্ট (এনএটিপি-২)।